ঢাকা, শুক্রবার   ১৫ নভেম্বর ২০২৪

চট্টগ্রামে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:২৪, ৩০ জুন ২০১৮

চট্টগ্রামের একটি হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। ঘটনা তদন্তে গঠন করা হয়েছে ৫ সদস্যের কমিটি।  দু বছরের শিশুকে হারানোর শোক পরিবার ছাপিয়ে ছড়িয়ে পড়েছে চট্টগ্রামজুড়ে।

দুই বছরের ফুটফুটে মেয়ে রাইফা। সামান্য জ্বর আর গলা ব্যাথার চিকিৎসার জন্য নেয়া হয় নগরীর মেহেদীবাগের বেসরকারী হাসপাতাল ম্যাক্সে। কিন্তু মাত্র ২৪ ঘন্টার মাথায় শিশুটিকে ফিরতে হয় লাশ হয়ে। দৈনিক সমকালের সাংবাদিক রুবেল খানের মেয়ের এই করুণ মৃত্যু কিছুতেই মানতে পারছেন না স্বজনরা। এ জন্য চিকিৎসকের অবহেলা এবং ভুল চিকিৎসাকে দায়ি করলেন তারা।

ঘটনার পরপরই হাসপাতালে ছুটে যান সাংবাদিকরা। রাতে আটক করা হয় হাসপতালের সুপারভাইজারসহ তিনজনকে। রাতে চকবাজার থানায় সাংবাদিকদের বাক বিতন্ডায় জড়িয়ে পড়েন বিএমএ’র নেতারা।

পরে ভারপ্রাপ্ত কর্মকর্তার মধ্যস্থাতায়  সাংবাদিক ইউনিয়ন, প্রেসক্লাব এবং বিএমএ নেতৃবৃন্দের অনুষ্ঠিত হয় ত্রিপক্ষীয় বৈঠক। সিভিল সার্জনকে প্রধান করে ৫ সদস্যের একটি তদন্ত কমিটি গঠনের সিদ্ধান্ত হয়। দায়িত্ব অবহেলার অভিযোগে প্রত্যাহার করা হয় হাসপাতালের কর্তব্যরত চিকিৎসককে।

ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষী ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে স্বজনরা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি