ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে সড়ক দুর্ঘটনায় যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৭, ১ জুলাই ২০১৮

কক্সবাজারের উখিয়া উপজেলায় মাইক্রোবাস ও টমটমের সংঘর্ষে খালেদ হোসেন (২৫) নামে এক রোহিঙ্গা যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।

শনিবার উপজেলার রাজাপালং ব্র্যাক অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে। উখিয়া থানার অফিসার ইনচার্জ মো. আবুল খায়ের ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

আহতরা হলেন- রিয়াজুল হক (১৮), হোছন আহম্মদ (৩৫), মো. হাশেম (১৫), মো. শাহ আলম (৫৫) ও মো. ইমরান (৩০)। তাদের উখিয়া ও কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইনচার্জ মো. আবুল খায়ের বলেন, গাড়ি দুটি জব্দ করা হয়েছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি