ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

পাবনায় মা, ভাই ও খালাকে কুপিয়ে হত্যার অভিযোগ (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৩, ৪ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৪৫, ৪ জুলাই ২০১৮

পাবনার বেড়া উপজেলায় ছেলের বিরুদ্ধে তার মা, ছোট ভাই ও আপন খালাকে গলা কেটে ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। আজ বুধবার ভোররাত ৪টার দিকে এ ঘটনা ঘটে।
নিহত ব্যক্তিরা হলেন বেড়ার সোনাপদ্মা গ্রামের মিঠু হোসেনের স্ত্রী বুলি খাতুন (৪০) ও তাঁদের ছেলে তুষার হোসেন (১০) এবং আবু বক্করের স্ত্রী ও বুলির বড় বোন নছিমন খাতুন (৪৫)।
হত্যার পর পরই তুহিন বাড়ি থেকে পালিয়ে যান।
বেড়া মডেল থানার ওসি মোজাফ্ফর হেসেন জানান, তুহিনের মা, ছোট ভাই এবং খালা একই ঘরে ঘুমিয়ে ছিল। তুহিন এবং তার স্ত্রী পাশের ঘরে ছিল। তুহিনের বাবা খুলনায় শ্রমিকের কাজ করেন।
বুধবার ভোর আনুমানিক ৪টার দিকে তুহিন একটি ধারালো অস্ত্র নিয়ে তার মায়ের ঘরে ঢোকে এবং মা, খালা ও ছোট ভাইকে ঘুম থেকে টেনে তুলে বারান্দায় নিয়ে এসে ৩ জনকে কুপিয়ে হত্যা করে। এ সময় তুহিনের স্ত্রী ঠেকাতে গেলে তাকে সে তাড়িয়ে দেয়। হত্যার পরপরই তুহিন পালিয়ে যায়। তবে কী কারণে এই হত্যাকাণ্ড ঘটেছে তাৎক্ষণিকভাবে পুলিশ জানাতে পারেনি।

এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি