ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সংস্কার কাজে ধীরগতি(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫০, ৮ জুলাই ২০১৮

ঢাকা-লক্ষ্মীপুর মহাসড়কের সংস্কার কাজে ধীরগতির কারণে দুর্ভোগ বেড়েছে মানুষের। কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহারেরও অভিযোগ উঠেছে। ধীরগতি নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন খোদ বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীও। তবে অভিযোগ অস্বীকার করেছেন সংশ্লিষ্ট প্রকৌশলী।

গত বছর নভেম্বরে কার্যাদেশ পাওয়ার পর মহাসড়কের চন্দ্রগঞ্জ থেকে রায়পুর সীমান্ত পর্যন্ত ৪০ কিলোমিটার সড়ক সংস্কার ও সম্প্রসারণের কাজ চলছে ঢিমেতালে।

স্থানীয়দের অভিযোগ, কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হচ্ছে। সেই সঙ্গে ধীরগতির কারণে যাতায়াতে বর্ষায় কাদাজল আর শুষ্ক মওসুমে ধুলার সাগর পাড়ি দিতে হয় তাদের।

কাজে ঠিকাদার উপস্থিত না থাকা এবং ধীরগতির কারণে বিরক্তি প্রকাশ করলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রীও।

তবে অনিয়মের অভিযোগ অস্বীকার করলেন সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী। জানালেন, নির্ধারিত ২০১৯ সালের জুনেই শেষ হবে কাজ।

জনদুর্ভোগ বিবেচনায় মান রক্ষা করে দ্রুত কাজ শেষ করার দাবি ভুক্তভোগীদের।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি