ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

নারায়ণগঞ্জে স্বর্ণ ব্যবসায়ীর খণ্ডিত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:২৯, ১০ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:৩২, ১০ জুলাই ২০১৮

নিখোঁজের ২২ দিন পর নারায়ণগঞ্জ শহরে প্রবীর চন্দ্র ঘোষ নামে এক স্বর্ণ ব্যবসায়ীর খণ্ডিত এবং গলিত লাশ উদ্ধার করেছে ডিবি পুলিশ। জেলা গোয়েন্দা পুলিশ উপ-পরিদর্শক (এসআই) মফিজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাত ১১টায় শহরের আমলপাড়া এলাকার একটি বাড়ির সেপটিক ট্যাংকি থেকে ওই লাশটি উদ্ধার করা হয়।

নিহত প্রবীর ঘোষ শহরের কালীরবাজারের ভোলানাথ জুয়েলার্সের মালিক। গত ১৮ জুন থেকে তিনি নিখোঁজ ছিলেন। এ ঘটনায় পিন্টু ও বাবু নামের দুইজনকে আটক করে ডিবি পুলিশ। তাদের দেওয়া তথ্যমতেই ঠান্ডু মিয়ার বাড়ির সেফটিক ট্যাংক থেকে লাশটি উদ্ধার করা হয়।

এসআই মফিজুল ইসলাম বলেন, স্বর্ণ ব্যবসায়ী প্রবীর ঘোষের লাশ উদ্ধার করা হয়েছে। তাকে হত্যা পর টুকরো করে কয়েকটি ব্যাগে সেফটিক ট্যাংকিতে ফেলে দেওয়া হয়।

উল্লেখ্য, গত ১৮ জুন আনুমানিক রাত ১০টার দিকে ফোন পেয়ে প্রবীর ঘোষ বাড়ি থেকে বের হন। এরপর থেকে তাকে আর খুঁজে পাওয়া যায়নি। পরদিন সকালে তার বাবা বাদী হয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় একটি জিডি করেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি