ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

যশোরে ‘বন্দুকযুদ্ধে’ যুবক নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১৪, ১১ জুলাই ২০১৮

যশোরের মণিরামপুর উপজেলায় দু’দল ডাকাতের মধ্যে কথিত বন্দুকযুদ্ধে একজন নিহত হয়েছেন। মণিরামপুর থানার ওসি মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বুধবার ভোরে উপজেলার কোদলাপাড়া জামতলা এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে অস্ত্র, গুলি ও বোমা উদ্ধার করেছে পুলিশ।

তবে নিহত যুবকের নাম পরিচয় জানাতে পারেনি পুলিশ। তবে তার বয়স আনুমানিক ৩২ বলে জানা গেছে।

ওসি মোকাররম হোসেন জানান, খেদাপাড়া ফাঁড়ি পুলিশ বুধবার ভোরে যশোর-রাজগঞ্জ সড়কের কোদলাপাড়া জামতলা এলাকায় রাস্তার পাশ থেকে গুলিবিদ্ধ একটি লাশ উদ্ধার করেছে। ধারণা করা হচ্ছে দু’দল ডাকাতের বন্দুকযুদ্ধে ওই যুবক নিহত হয়েছেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি