ঢাকা, বৃহস্পতিবার   ০৩ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

আজ মিরসরাই ট্রাজেডি দিবস   

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০৯, ১১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

আজ (১১ জুলাই) মিরসরাই ট্র্যাজেডি দিবস। কালের স্রোতে পেরিয়ে গেছে মিরসরাই ট্রাজেডির সাত বছর।

২০১১ সালের ১১ জুলাই চট্টগ্রামের মিরসরাই উপজেলার আবু তোরাব সড়কের সৈদালী এলাকায় ট্রাক রাস্তার পাশের ডোবায় পড়ে ৪৪ জন নিহত হয়। ছাত্ররা খেলা দেখে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিল। ওই ঘটনায় শুধু আবু তোরাব উচ্চবিদ্যালয়েরই ৪৩ জন শিক্ষার্থী মারা যায়।   

এছাড়া আবু তোরাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তিনজন এবং আবু তোরাব এসএম সরকারি প্রাথমিক বিদ্যালয়, আবু তোরাব ফাজিল মাদ্রাসা ও প্রফেসর কামাল উদ্দীন চৌধুরী কলেজের দু’জন করে ছাত্র মারা যায়।  

মিরসরাই ট্রাজেডি একটি করুণ অধ্যায়ের নাম। সন্তান হারানো পিতামাতার কাছে এই দিন আজও বেদনার স্মৃতি আবেগ তাড়িত করে সেই ভুক্তভোগী পরিবারের কাছে।  

মিরসরাই ট্রাজেডির মিরসরাই ট্রাজেডির ১১ জুলাইকে ‘নিরাপদ পথ দিবস’ দাবী করছে সেভ দ্য রোড।

সেভ দ্য রোড-এর প্রতিবেদন পাঠ ও আলোচনা সভায় বক্তারা বলেছেন, ‘নিরাপদ সড়ক দিবস’ সকল শ্রেণি পেশার মানুষের দাবী। 

এই উপলক্ষে জাতীয় প্রেসক্লাবের সামনে আগামী ১১ জুলাই সন্ধ্যা ৬টায় জাতীয় প্রেসক্লাবের সামনে অনুষ্ঠিত হবে সমাবেশ ও প্রদীপ প্রজ্জলন।   

এতে সভাপতিত্ব করবেন সেভ দ্য রোড-এর চেয়ারম্যান ও সোনাগাজী উপজেলা চেয়ারম্যান জেড এম কামরুল আনাম। সঞ্চালনা করবেন মহাসচিব লায়ন শান্তা ফারজানা। স্বাগত বক্তব্য রাখবেন সেভ দ্য রোড-এর প্রতিষ্ঠাতা কলামিস্ট মোমিন মেহেদী।   

কেআই/এসি   

  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি