ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে তীব্র যানজট

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৪, ১৩ জুলাই ২০১৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশে তীব্র যানজট দেখা দিয়েছে। এতে চরম ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা। শুক্রবার সকাল থেকে যানজটের প্রভাবে কুমিল্লা উপজেলার দাউদকান্দি পর্যন্ত ছড়িয়ে পড়েছে। তবে যানজট নিরসনে হাইওয়ে পুলিশের একাধিক টিম মহাসড়কে কাজ করছে।

বৃহস্পতিবার রাতে মেঘনা গোমতী সেতুর পাশে একটি ট্রাক উল্টে গেলে শুক্রবার সকালে এই যানজটের সৃষ্টি হয়।

জানা গেছে, শুক্রবার বিকেল ৩টার দিকে মহাসড়কের বাউশিয়া এলাকায় অপর একটি যাত্রীবাহী বাস উল্টে যায়। এতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে প্রায় ১২ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়েছে। যানজট আর তীব্র গরমে যাত্রীরা চরম দুর্ভোগে পড়েছেন।

গজারিয়া হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন গণমাধ্যমকে জানান, ‘শুক্রবার ভোর থেকেই ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে যানবাহনের চাপ বাড়তে থাকে। ঢাকা ও চট্টগ্রামগামী উভয় সড়কে যানবাহন ধীরগতিতে চলাচল করছে। এর ফলে মহাসড়কে যানজটের মাত্রা বেড়ে গেছে। এর ফলে দুর্ভোগে পরেছে যাত্রীরা।’

এছাড়াও অনেক সময় লোড করা ট্রাকগুলো সেতুতে ওঠতে গিয়ে বিকল হয়ে পড়ে এতেও যানজট সৃষ্টি হয়। যানজট নিরসনে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে বলে তিনি জানান।

কেআই/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি