চট্টগ্রামের আনোয়ারায় বন্য হাতির আক্রমণে একজন নিহত
প্রকাশিত : ২৩:১৮, ১৩ জুলাই ২০১৮
চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় বন্য হাতির আক্রমণে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ওই বৃদ্ধের নাম আবদুর রহমান (৭৫)। নিহতের বাড়ি বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায়।
শুক্রবার ভোর সোয়া চারটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর এলাকায় এ ঘটনা ঘটে।
এলাকাবাসীর অভিযোগ, হাতির অবস্থান সম্পর্কে বন বিভাগকে জানানো হলেও কোনো প্রকার ব্যবস্থা গ্রহণ করেনি।
এলাকাবাসী সূত্রে জানা যায়, দুই সপ্তাহ ধরে দুটি বন্য হাতি দেয়াঙ পাহাড়ে ঘোরাফেরা করছে। সন্ধ্যা নামতেই পাহাড় থেকে নেমে এসে এলাকার কোনো না কোনো গ্রামে হানা দিয়ে ক্ষতি করছে।
জানা গেছে, ফজরের নামাজ আদায় করতে বাসা থেকে মসজিদে যাচ্ছিলেন আবদুর রহমান। আচমকা হাতি দুটির সামনে পড়ে যান। তাঁকে টেনে নিয়ে আছাড় মারে হাতি। এতে মারাত্মক আহত হন তিনি। তাঁকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনায় এলাকায় ক্ষোভের সৃষ্টি হয়েছে।
এলাকাবাসীর অভিযোগ, গত দুই সপ্তাহে হাতি দুটি উপজেলার বৈরাগ ইউনিয়নের মোহাম্মদপুর, কুলালপাড়া ও ফকিরখীল, বারশত ইউনিয়নের পশ্চিমচাল, বারখাইন ইউনিয়নের বেলচূড়া, বটতলী ইউনিয়নের চাঁপাতলী, জয়নগরপাড়া, কালাগাজীপাড়া ও গুচ্ছগ্রাম এলাকার ১০-১২টি কাঁচাঘর গুঁড়িয়ে দিয়েছে। ওই এলাকার ফসলি জমির ক্ষতি করছে হাতি।
কেআই/এসি
আরও পড়ুন