ঢাকা, শুক্রবার   ১৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের বালু বিদেশেও রফতানি সম্ভব (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৫৮, ১৬ জুলাই ২০১৮ | আপডেট: ১১:৪৯, ১৬ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

পঞ্চগড়ের বালু, যার সুনাম এখন চারদিকে। উন্নত গুণমানের কারণে দিন দিন বাড়ছে এর চাহিদা। সরকারি পৃষ্ঠপোষকতা পেলে, বিদেশেও রফতানি করা সম্ভব। এই বালি উত্তোলনের ফলে বাড়ছে নদীর নাব্যতা।

মহানন্দা, করতোয়া, ডাহুকসহ পঞ্চগড় জেলায় ছোটবড় নদীর সংখ্যা ৩৩। রোজ এসব জলধারার অনেক জায়গায় বালু উত্তোলনে ব্যস্ত শ্রমিকরা।

প্রতিদিন তোলা হয় অন্তত আড়াইশ ট্রাক বালু। যা সরবরাহ করা হয় বিভিন্ন জেলায়। এতে কর্মসংস্থান হয়েছে বহু মানুষের।

উত্তরাঞ্চলের এই বালুর গুণগত মান খুবই ভালো বলে জানালেন সরকারি কর্মকর্তা।

এই কর্মযজ্ঞের কারণে বাড়ছে নদীর নাব্যতা। ফলে সৃষ্টি হচ্ছে মাছ চাষের সুযোগ।

পঞ্চগড়ের ১৫টি বালুমহাল ইজারা দেয়া হয়েছে। এ থেকে বছরে রাজস্ব আয় হয় এক কোটি ৩০ লাখ টাকা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি