ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

শেরপুরে ট্রাক-ট্রলির সংঘর্ষে হেলপার নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:০১, ১৯ জুলাই ২০১৮

শেরপুর সদর উপজেলার বাতিজখিলা এলাকায় বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে একটি ধান বোঝাই ট্রলি ও ট্রাকের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। ট্রলির হেলপার মাসুম (৩০) নামে ওই যুবক ঘটনাস্থলেই নিহত হয়েছেন। নিহত ট্রলি হেলপার মাসুম নকলা উপজেলার ধনাকুশা গ্রামের বাসিন্দা।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, নকলা উপজেলা থেকে ধান বোঝাই করে ট্রলিটির চালক ও হেলপার মাসুম শেরপুর সদর উপজেলার বাজিতখিলা বাজার সংলগ্ন জনৈক নজরুল ইসলামের চাতালে (রাইছ মিল) যাবার সময় পিছন দিক থেকে আসা অজ্ঞাত নাম্বার একটি ট্রাক ধান বোঝাই ট্রলির সঙ্গে সংঘর্ষ হলে ট্রলির চালকের পার্শ্বে থাকা হেলপার মাসুম চাপা পড়লে সে ঘটনাস্থলেই মারা যায়। এসময় ট্রলির চাকাসহ ইঞ্জিনটি দুমড়ে মুচড়ে যায়।

খবর পেয়ে শেরপুর সদর থানার এসআই রবিউল ইসলাম মাসুমের লাশ উদ্ধার করেন।
এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি