ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে বাসের ধাক্কায় লেগুনার পাঁচ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৮, ২০ জুলাই ২০১৮ | আপডেট: ০৮:১০, ২১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুর উপজেলায় বাসের ধাক্কায় একটি লেগুনার পাঁচ যাত্রী নিহত হয়েছেন। একই ঘটনায় আহত হয়েছেন অন্তত সাতজন। শুক্রবার রাতে ঢাকা-সিলেট মহাসড়কের কোন্দারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তবে হতাহতদের পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। বাস ও লেগুনাটি জব্দ করে পুলিশ থানায় নিয়ে গেছে।

শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ওসি জানান,  রাত ৯টার দিকে ঢাকাগামী একটি বাস কোন্দারপাড়া মোড়ে একটি লেগুনাকে পেছন থেকে ধাক্কা দিলে তা রাস্তার পাশে ছিটকে পড়ে। এতে ঘটনাস্থলে লেগুনার দুই যাত্রীর মৃত্যু হয়।

পরে আহত অবস্থায় ১০ জনকে উদ্ধার করে জেলা সদর হাসপাতালে নেওয়া হলে তিনজনকে মৃত বলে ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।   

 

এমএইচ/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি