ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে দুই নৈশপ্রহরীকে হত্যা করে দুর্ধর্ষ ডাকাতি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২১ জুলাই ২০১৮

নারায়ণগঞ্জের বন্দরে রায়হান উদ্দিন (৫৫) ও আব্দুল মোতালেব (৬৫) নামের দুই নৈশপ্রহরীকে হত্যার পর তিনটি ব্যাটারির দোকানের মালামাল লুট করে নিয়ে গেছে একদল ডাকাত।
শনিবার ভোরে বন্দরের মদনগঞ্জের লক্ষণখোলা এলাকায় এ ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন মণ্ডল।
তিনি জানান, ভোরের কোনো এক সময়ে ডাকাত দল নৈশপ্রহরী রায়হান ও আব্দুল মোতালেবকে ভারী লোহার দেশীয় অস্ত্র দিয়ে মাথায় ও দেহের বিভিন্ন স্থানে আঘাত করে হত্যার পর দোকান থেকে মালামাল লুট করে পালিয়ে যায়।

ডাকাতদের দ্রুত আটক ও মালামাল উদ্ধারের চেষ্টা চলছে বলেও জানান ওসি।
এসএ/

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি