ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

কক্সবাজারে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৪২, ২১ জুলাই ২০১৮

কক্সবাজারের চকরিয়ায় বন্দুকযুদ্ধে মো. ইসমাইল নামে একজন নিহত হয়েছেন। পুলিশের দাবি, ইসমাইল শীর্ষ মাদক ব্যবসায়ী। ভোর রাতে দু`দল মাদক ব্যবসায়ীর মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাগুলিতে তিনি নিহত হয়েছেন।
শুক্রবার রাত ৩টার দিকে চকরিয়া-লামা সড়কের কুমারিয়া ব্রিজ এলাকায় এ বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন চকরিয়া থানার ওসি বখতিয়ার উদ্দিন চৌধুরী।
তিনি বলেন, শুক্রবার মধ্যরাতে চকরিয়া-লামা সড়কে ফাঁসিয়া খালির কুমারিয়া ব্রিজ এলাকায় মাদক কারবারিদের দুই পক্ষের গোলাগুলি হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে গুলিবিদ্ধ অবস্থায় তালিকাভূক্ত শীর্ষ মাদক কারবারি মো. সাইফুলের মরদেহ উদ্ধার করে। এ সময়  ঘটনাস্থল থেকে ১টি দেশিয় এলজি, ২ রাউন্ড গুলি ও ৪৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয় বলেও তিনি জানান।
ওসি জানান, নিহত ইসমাইল চকরিয়া পৌরসভার চিরিংগা ৮ নাম্বার ওয়ার্ডের মৃত আবদুস সালামের পুত্র। তার বিরুদ্ধে চকরিয়া থানায় মাদকদ্রব্য আইনে ৬টি মামলা রয়েছে।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি