ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

যশোরে ‘গোলাগুলিতে’ নিহত ২

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:১৫, ২৪ জুলাই ২০১৮

যশোরের মণিরামপুর উপজেলায় অজ্ঞাত দুই ব্যক্তির গুলিবিদ্ধ লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহতরা ডাকাতদলের সদস্য বলে দাবি পুলিশের।

সোমবার দিবাগত রাতে লাশ দু’টি উদ্ধার করে পুলিশ। ঘটনাস্থল থেকে চারটি দা, দু’টি রশি ও একটি করাত উদ্ধার করেছে পুলিশ। মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোকাররম হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি মোকাররম হোসেন বলেন, সোমবার দিবাগত রাত ২টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা সাতক্ষীরাগামী একটি পরিবহন পুলিশ পাহারায় পার করে দিয়ে আসার পর গাঙ্গুলিয়া আমতলা মোড়ে পৌঁছালে গুলির শব্দ শুনতে পান খেদাপাড়া ক্যাম্পের ইনচার্জ এসআই আইনুদ্দিন। তখন তিনি রোহিতা বাজারের দিকে খানিকটা এগিয়ে দেখেন কিছু লোক পালিয়ে যাচ্ছে। ওইসময় রাস্তার দু’পাশে দু’টি লাশ পড়ে থাকতে দেখেন তিনি। পরে অতিরক্ত পুলিশ গিয়ে লাশ দুটি উদ্ধার করে। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তাদের মৃত্যু হয়েছে বলে ধারণা করছেন ওসি।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি