টানা বৃষ্টিতে চট্টগ্রামে জলাবদ্ধতা (ভিডিও)
প্রকাশিত : ২১:২২, ২৪ জুলাই ২০১৮
টানা বৃষ্টিতে চট্টগ্রামে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। জলজটে চরম দুর্ভোগে পড়েন নগরবাসী। টানা বর্ষন আর পাহাড়ি ঢলে চট্টগ্রামের বিভিন্ন উপজেলার কয়েক লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। এদিকে বৈরি আবহাওয়ায় চট্টগ্রাম বন্দরের বহি: নোঙ্গরে জাহাজ থেকে পণ্য খালাস বন্ধ হয়ে যায়।
মৌসুমী বায়ুর প্রভাবে ভোর থেকে চট্টগ্রামে বৃষ্টিপাত হয়েছে প্রায় ১০০ মিলি মিটার। বৃষ্টিতে তলিয়ে গেছে চট্টগ্রাম মহানগরীর বেশিরভাগ এলাকা। পতেঙ্গা, হালিশহর, আগ্রাবাদ, মুরাদপুর, বাকলিয়া, চকবাজার, বহদ্দারহাটসহ নগরীর নিম্মাচঞ্চলের বাসা-বাড়ি এমনকি অফিসগুলোতেও ঢুকে পড়েছে নালা নর্দমার পানি।
শুধু চট্টগ্রাম মহানগরীই নয়, পাহাড়ী ঢল আর বর্ষনে প্লাবিত হয়েছে বিভিন্ন উপজেলাও।
সারাদিনের বৃষ্টি আর জলাবদ্ধতার কারণে ভোগান্তিতে পড়েন কর্মজীবীরা। চরম দুর্ভোগে পড়েন পানিবন্দি মানুষেরা।
এদিকে বৈরী আবহাওয়ার কারণে বন্ধ রাখা হয় চট্টগ্রাম বন্দরের বহি:নোঙ্গরে পণ্য খালাস। তবে, বন্দর জেটিতে পণ্য খালাস স্বাভাবিক থাকলেও জলাবদ্ধতার কারণে পন্য ডেলিভারি হয়েছে খুবই কম।
মহানগরীর জলাবদ্ধতা নিরসনে দ্রুত কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানিয়েছে নগরবাসী।
আরও পড়ুন