ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে ‘বন্দুকযুদ্ধে’ ৩ মাদক ব্যবসায়ী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:১০, ২৬ জুলাই ২০১৮

চট্টগ্রাম মহানগরীর খুলশী এলাকায় র‌্যাবের সঙ্গে কথিত বন্দুকযুদ্ধে তিন ব্যক্তি নিহত হয়েছেন। র‌্যাবের দাবি, নিহতরা মাদক ব্যবসায়ী। তাৎক্ষণিকভাবে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার মিমতানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

বৃহস্পতিবার মধ্যরাতে নগরীর খুলশী থানাধীন রেলওয়ে ক্যান্টিনগেট এলাকায় একটি মাদকবাহী প্রাইভেটকার আরোহী মাদক ব্যবসায়ীদের সঙ্গে ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে দুটি পিস্তল, গুলি ও বিপুল পরিমাণ মাদক উদ্ধার করেছে র‌্যাব। এছাড়া প্রাইভেটকারটিও জব্দ করা হয়।

পুলিশ সুপার মিমতানুর রহমান জানান, বৃহস্পতিবার মধ্যরাতে ওই তিনজন প্রাইভেটকারে যাচ্ছিলেন। র‌্যাবের টহলরত সদস্যরা তাদের থামার সংকেত দিলে তারা গাড়ি না থামিয়ে র‍্যাব সদস্যদের লক্ষ্য করে গুলি চালায়। আত্মরক্ষার্থে র‍্যাবও পাল্টা গুলি চালায়। পরে ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ পাওয়া যায়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি