ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জে ফ্ল্যাটে নারীর গলিত লাশ উদ্ধার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৩১ জুলাই ২০১৮

Ekushey Television Ltd.

নারায়ণগঞ্জ সদর উপজেলার একটি তালাবদ্ধ ফ্ল্যাট বাসা থেকে অজ্ঞাত পরিচয়ের (৩০) এক নারীর অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

সোমবার রাতে উপজেলার গোগনগর আলামিন নগর এলাকার মোহাম্মদ আলী আকবরের তিনতলা বাড়ির নিচতলার ফ্ল্যাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

ওসি কামরুল ইসলাম জানান, গত কয়েকদিন ধরে ফ্ল্যাটটি বাইরে থেকে তালাবদ্ধ ছিল। সোমবার রাতে ওই বাসা থেকে দুর্গন্ধ বের হয়। তাই ভাড়াটিয়ারা পুলিশে খবর দেয়। পরে পুলিশ দরজার তালা ভেঙে ওই বাসার মেঝে থেকে লাশটি উদ্ধার করে। ওই নারীকে তার স্বামী হত্যা করে ফ্ল্যাট তালাবদ্ধ করে পালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছেন ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি