ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

কক্সবাজার সৈকতে গোসলের সময় শিক্ষার্থী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫২, ২ আগস্ট ২০১৮

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে রাফসান মো. ফায়সাল (২২) নামে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থী নিখোঁজ হয়েছেন।
বুধবার সন্ধ্যায় সমুদ্র সৈকতের সি-গাল পয়েন্ট এলাকায় তিনি নিখোঁজ হন। ফায়সাল রাজধানীর মোহাম্মদপুর এলাকার বাসিন্দা এবং ইউনিভার্সিটি অব লিবারেল আর্টের (ইউল্যাব) শিক্ষার্থী বলে জানা গেছে।
জানা গেছে, রাফসানসহ ইউনিভার্সিটি অব লিবারেল আর্টের একদল শিক্ষার্থী সি-গাল পয়েন্টে গোসল করতে নামেন। কিন্তু গোসল শেষে সবাই উঠে এলেও রাফসানকে পাওয়া যায়নি।
কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইব্রাহিম এ তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, নিখোঁজ শিক্ষার্থীকে উদ্ধারে অভিযান চলছে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি