ঢাকা, শনিবার   ১৬ নভেম্বর ২০২৪

কাল সিরাজগঞ্জে ২২৫ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের উদ্বোধন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৪২, ৪ আগস্ট ২০১৮

সিরাজগঞ্জের সয়দাবাদে ২২৫ মেগাওয়ার্ট কম্বাইন সার্কেল বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র কাল রোববাবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা উদ্বোধন করা হবে। এ উপলক্ষে জেলা প্রশাসনে আজ শনিবার সাংবাদিক সম্মেলন করা হয়।

শনিবার দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সম্মেলনে জেলা প্রশাসক কামরুন নাহার সিদ্দীকার সভাপতিত্ব প্রকল্পের পরিচালক প্রকৌশলী আবু আহমেদ আখতার হোসেন, প্রকৌশলী আবু আহমেদ কোরাইশী, প্রকৌশলী মনির হোসেন, প্রকৌশলী শফিকুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক মো. মনিরুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় নির্মাতা প্রতিষ্ঠান নর্থ ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে বলা হয়, সয়দাবাদে স্থাপিত গ্যাস ও জ্বালানী তেল দিয়ে তাদের বিদ্যুৎ উৎপাদন কেন্দ্র থেকে বর্তমানে ৫৮৪ মেগাওয়ার্ট বিদ্যুৎ উৎপাদন হচ্ছে। নতুন উৎপাদিত ২২৫ মেগাওয়ার্ট বিদ্যুৎ দেশের ক্রমবর্ধমান বিদ্যুতের চাহিদা পুরনে উল্লেখযোগ্য ভূমিকা পালন করবে।

বর্তমানে গ্যাসের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ সরকার ইউনিট প্রতি ২.১২টাকা এবং তেলের মাধ্যমে উৎপাদিত বিদ্যুৎ ১৬.৬৩ টাকা ইউনিট দরে ক্রয় করছে বলে সংবাদ সম্মেলনে বলা হয়।

এসএইচ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি