ঢাকা, মঙ্গলবার   ০৫ নভেম্বর ২০২৪

পটুয়াখালীর উপকুল জুড়ে ইলিশের আকাল(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:১৪, ৬ আগস্ট ২০১৮

মৌসুমের অর্ধেক পেরোলেও পটুয়াখালীর উপকুল জুড়ে চলছে ইলিশের আকাল। অনেক আশা নিয়ে মাছ ধরতে গিয়ে জেলেরা ফিরছেন শুন্যহাতে। পরিবারের ভরণ পোষণ ও মহাজনের দাদন শোধ করতেই চিন্তিত তারা। বাজারে মাছ না থাকায় হতাশ ভোক্তারাও।

বৈশাখের শুরু থেকেই ইলিশের মৌসুম। চলে কার্তিক পর্যন্ত। মৌসুমের অর্ধেক পেরোলেও ইলিশের দেখা নেই পটুয়াখালীসহ উপকূলীয় অঞ্চলে। প্রতি বছর আষাঢ়-শ্রাবণে মৎস্য বন্দর আলীপুর-মহিপুর থাকে জেলেদের পদচারনায় মুখর। তবে এ বছরের চিত্র একেবারেই ভিন্ন। ট্রলারের তেলের খরচই তুলতে পারছেন না জেলেরা।

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় গভীর সমুদ্র থেকে মাছ আহরনের উপকরন নেই। মাছ না থাকায় ব্যবসা বাণিজ্য প্রায় বন্ধের পথে বলে জানালেন ইলিশ ব্যবসায়ীরা।

বাজারে সরবরাহ না থাকায় ইলিশের স্বাদ থেকে বঞ্চিত হচ্ছেন ভোক্তারা।

বিশেষজ্ঞদের ধারনা বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনে ইলিশ হারাচ্ছে প্রজনন পরিবেশ।

মৎস্য কর্মকর্তাদের দাবি, শিগগিরই ধরা পড়বে ইলিশের ঝাক।

জেলায় নিবন্ধিত জেলের সংখ্যা ৬৭ হাজার হলেও এ পেশায় নিয়োজিত লক্ষাধিক মানুষ।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি