ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে সেপটিক ট্যাংকে পড়ে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:১৩, ৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদী সদর উপজেলার ব্যাংক কলোনি এলাকায় সেপটিক ট্যাংকে কাজ করতে গিয়ে খাদে পড়ে তিন শ্রমিক নিহত হয়েছেন। আজ সোমবার  দুপুর আড়াইটার দিকে নির্মাণাধীন একটি ভবনে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ঘোড়াদিয়ার ছালাউদ্দিনের ছেলে সিরাজুল ইসলাম (৩২), ছালাউদ্দিনের ছেলে রমিজ (২৬), শিবপুর উপজেলার মোছাদ্দিকের ছেলে রাকিব (২২)।

একই ঘটনায় আহত কামাল (৪০) ঘোড়াদিয়ার সিরাজুল ইসলামের ছেলে।

নরসিংদী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দুজ্জামান গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, নির্মাণাধীন বহুতল ভবনের নিচতলায় গ্রাউন্ডফ্লোরের ট্যাংকে কাজ করার সময় দুই শ্রমিক আটকে পড়ে। এ সময় তাদের উদ্ধার করতে গিয়ে আরও এক শ্রমিক আটকা পড়ে। পরে ওই তিন শ্রমিকের কোনো সাড়া না পেয়ে কামাল মিয়া সবাইকে বিষয়টি জানান। খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট ঘণ্টাব্যাপী চেষ্টার পর ওই তিনি শ্রমিকের মরদেহ উদ্ধার করে।

 

এমএইচ/ এসএইচ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি