ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

নারায়ণগঞ্জে যুবককে ছুরিকাঘাতে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:০৬, ৮ আগস্ট ২০১৮

নারায়ণগঞ্জের ফতুল্লায় ছুরিকাঘাতে মনির হোসেন (৩৫) নামে এক যুবক খুন হয়েছেন। ফতুল্লা মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) দিদার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

মঙ্গলবার রাতে ফতুল্লার ব্যাংক কলোনী এলাকায় হত্যাকাণ্ডের এ ঘটনা ঘটে।

নিহত মনির ব্যাংক কলোনী এলাকার নুরুদ্দিন মিল্কির ছেলে বলে জানা গেছে। সে ফেরি করে বিভিন্ন মালামাল বিক্রি করতো।

নিহতের বড় বোন মিনা আক্তার জানান, মনিরের প্রথম স্ত্রী ফারজানা আক্তার নুপুর সরকারি চাকরি পাওয়ার পর তাকে ছেড়ে চলে যায়। এরপর সে পারুলকে দ্বিতীয় বিয়ে করে। পারুলেরও এটি দ্বিতীয় বিয়ে ছিল। তার প্রথম স্বামী বাবুল। পারুলের এক মেয়ে রয়েছে নাম রিয়া। রিয়ার স্বামী সিফাত প্রায় সময়ই এই বাড়িতে বেড়াতে এসে বলে যেত পারুল মনিরের উপর নির্যাতন করে। মনিরকে যেন পারুলের কাছে আসতে দেওয়া না হয়, তা না হলে তাকে মেরে ফেলবে। এদিকে ইতোমধ্যে বাবুলের কাছে আবার ফিরে যায় পারুল। এরপর থেকেই পারিবারিক লেনদেন নিয়ে পারুল ও মনিরের মধ্যে ঝগড়া শুরু হয়। সিফাত মঙ্গলবার সন্ধ্যায় দোকানে গেলে খবর পায় কে বা কারা মনিরকে টেঁটা মেরেছে। পরে মানুষ তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়।

এসআই বলেন, ঘটনার খবর পেয়ে হাসপাতালে এসে মরদেহ পেয়েছি। এ ব্যাপারে ঘটনার তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। পরে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছেন এসআই।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি