ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে ট্রলির ধাক্কায় শ্রমিক নিহত, প্রতিবাদে সড়ক অবরোধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৯ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুরে পাওয়ার ট্রলির ধাক্কায় সুফিয়া আক্তার নামে এক নারী শ্রমিক নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে ঢাকা-রায়পুর আঞ্চলিক মহাসড়কের রাখালিয়া বাজার এলাকায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উত্তেজিত শ্রমিকরা ওই সড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে রাখে। এ সময় স্থানীয়রা ঘাতক চালককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।

নিহত সুফিয়া একটি জুতা কারখানার শ্রমিক এবং সদর উপজেলার দক্ষিন হামছাদি ইউনিয়নের গঙ্গাপুর গ্রামের বাসিন্দা।

পুলিশ ও শ্রমিকরা জানায়, প্রতিদিনের ন্যায় সকালে সুফিয়া কর্মস্থলে যাচ্ছিল। এ সময় রাখালিয়া এলাকায় পৌঁছলে বালুবাহী একটি ট্রলি তাকে পিছন থেকে চাপা দিলে ঘটনাস্থলেই তিনি মারা যান। এ সময় অন্য শ্রমিকরা খবর পেয়ে ট্রলি চালককে আটক করে রাখে। এক পর্যায়ে তারা উত্তেজিত হয়ে লহ্মীপুর-ঢাকা আঞ্চলিক সড়কে অবস্থান নিয়ে বিক্ষোভ করে সড়ক অবরোধ করে রাখে। এতে সড়কের দু-পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে জড়িত চালকের বিচারের আশ্বাস দিলে তারা সড়ক অবরোধ তুলে নেয়।

রায়পুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা একেএম আজিজুর রহমান মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাক্টর ও চালক মুরাদ হোসেনকে আটক করা হয়েছে। সড়ক অবরোধ তুলে দিয়ে যান চলাচল স্বাভাবিক করা হচ্ছে বলেও তিনি জানান।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি