ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে ডাকাত’ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৬, ১১ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:০৬, ১১ আগস্ট ২০১৮

মাগুরার মহম্মদপুর উপজেলায় কথিত বন্দুকযুদ্ধে বাশার বিশ্বাস সোহাগ (৪০) নামে এক ডাকাত নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে ৪ রাউন্ড বন্দুকের গুলি, ৩টি গুলির খোসা এবং ৪টি রাম দা উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার দিবাগত রাত ২টার দিকে উপজেলার রামপুর এলাকায় ‘বন্দুকযুদ্ধের’ এ ঘটনা ঘটে। মাগুরার অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত সোহাগ ওই উপজেলার নহাটা গ্রামের গোলাম সরোয়ার বিশ্বাসের ছেলে বলে জানা গেছে। তার নামে মহম্মদপুর থানায় চুরি ও ডাকাতির ১২টি মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ সুপার তারিকুল ইসলাম জানান, শুক্রবার দিবাগত রাতে মহম্মদপুরে রামপুর এলাকায় ডাকাতির মালামাল ভাগাভাগি করছিল একদল ডাকাত। এমন সংবাদের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থল পৌঁছায়। এ সময় ডাকাত দলের সঙ্গে পুলিশের বন্দুকযুদ্ধ হলে গুলিবিদ্ধ হয়ে বাশারের মৃত্যু হয়।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি