ঢাকা, বৃহস্পতিবার   ০৬ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারায় বন্দুকযুদ্ধে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০৪, ১১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ‘বন্দুকযুদ্ধে’ মো. নাসির ওরফে মামুন (৩৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে তালিকাভুক্ত সন্ত্রাসী বলে জানিয়েছে পুলিশ।
শনিবার ভোর রাতে দুধকুমড়া এলাকায় পুলিশের সঙ্গে এ ‘বন্দুকযুদ্ধের’ ঘটনা ঘটে। নিহত মো. নাসির আনোয়ারার বারাসাত ইউনিয়নের বোয়ালিয়ার বাসিন্দা। এমনটি জানিয়েছেন আনোয়ারা থানার ওসি দুলাল মাহমুদ।

ওসি বলেন, ভোর রাতে পুলিশ দুধকুমড়া এলাকায় অভিযান চালাতে গেলে সন্ত্রাসীরা হামলা চালায়। আত্মরক্ষার্থে পুলিশও পাল্টা গুলি চালালে দুপক্ষের মধ্যে বন্দুকযুদ্ধ হয়। পরে ঘটনাস্থলে নাসির ওরফে মামুনের লাশ পাওয়া যায়।

সেখান থেকে দেশে তৈরি দুইটি বন্দুক (এলজি) ও কয়েক রাউন্ড গুলি উদ্ধার করা হয় বলে জানান ওসি। এ সময় দুজন পুলিশ সদস্য আহত হয়েছে বলেও তিনি জানান।
ওসি দুলাল আরও জানান, নাসিরের বিরুদ্ধে আনোয়ারা থানাসহ চট্টগ্রাম নগরী ও কক্সবাজারের বিভিন্ন থানায় খুন, ধর্ষণ, ডাকাতি ও চাঁদাবাজিসহ ১৮টি মামলা রয়েছে। সে চট্টগ্রাম পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী। মাস ছয়েক আগে চট্টগ্রাম আদালতে পুলিশ হেফাজত থেকে পালিয়ে যায় সে।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি