ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রংপুর আন্তঃজেলা বাস টার্মিনালের বেহাল দশা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:২৮, ১২ আগস্ট ২০১৮

বেহাল দশা রংপুর নগরীর আন্তঃজেলা বাস টার্মিনালের। অপেক্ষা কক্ষের ছাদের পলেস্তার খসে পড়ছে। পার্কিং খানাখন্দে ভরা। আর অল্প বৃষ্টিতেই জমে হাঁটু পানি। এতে দুর্ভোগে পড়তে করতে হচ্ছে যাত্রীদের।

এই চিত্র রংপুর আন্তঃজেলা বাস টার্মিনালের। কাদা-পানি মাড়িয়ে বাসে উঠতে হয় যাত্রীদের। উত্তরাঞ্চলের জেলাগুলোসহ দেশের অন্যান্য জায়গাতেও বাস চলাচল এ টার্মিনাল থেকে।

ভুক্তভোগিরা বলছেন, দীর্ঘদিন সংস্কার নেই টার্মিনালের। বৃষ্টি হলেই জলাবদ্ধতা। এরমধ্যেই চলে যাত্রী ওঠানামা।

চালকরা জানালেন খানাখন্দ পড়ে প্রায়ই নষ্ট হচ্ছে গাড়ির যন্ত্রাংশ।

জায়গায় জায়গায় খসে পড়ছে যাত্রী অপেক্ষাগারের ছাদের পলেস্তার। যেকোন সময় ঘটতে পারে দুর্ঘটনা।

মালিক সমিতির অভিযোগ, সিটি কর্পোরেশন নিয়মিত টোল আদায় করলেও সংস্কারে নেই কোন উদ্যোগ ।

তবে নগর কর্তৃপক্ষ দুষছে ড্রেনেজ ব্যবস্থাকে। মেয়র জানালেন, নতুন উদ্যোগের কথা।

টার্মিনালটি দ্রুত সংস্কারের দাবি যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টদের।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি