ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

চট্টগ্রামে আগুনে পুড়ে মরল শেকলবন্দি প্রতিবন্ধী ছেলে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৩৩, ১২ আগস্ট ২০১৮

চট্টগ্রামের চাঁদগাও এলাকার একটি বস্তিতে আগুন লেগে পুড়ে গেছে অন্তত তিন ডজন ঘর। এ সময় ঘরে শেকলবাঁধা অবস্থায় জীবন্ত দগ্ধ হয়ে রবিউল আলম (৩০) নামে এক মানসিক প্রতিবন্ধী যুবকের মৃত্যু হয়েছে।

রোববার সকাল ১০টার দিকে চাঁদগাও থানার উত্তর ফরিদারপাড়ার খন্দকার বাড়ির ওই কলোনিতে আগুনের সূত্রপাত হয়। ফায়ার সার্ভিসের চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক কামাল উদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত রবিউল প্রতিবন্ধীতার কারণে কোনও কাজ করতে পারতেন না। তার মা ফাতেমা সংসার চালাতেন ভিক্ষা করে। প্রতিদিনের মত আজ সকালেও ওই যুবককে ঘরে শেকলে বেঁধে ভিক্ষা করতে বেরিয়েছিলেন তার মা। এর মধ্যে আগুন লাগলে কলোনির সবাই বেরিয়ে যায়, কিন্তু রবিউল পারেনি। পরে আগুন নিয়ন্ত্রণে আসার পর শেকল কেটে রবিউলের পোড়া লাশ উদ্ধার করেন ফায়ার সার্ভিস কর্মীরা।

কামাল উদ্দিন জানান, অগ্নিনির্বাপক বাহিনীর আটটি ইউনিট পৌনে দুই ঘণ্টার চেষ্টায় বেলা পৌনে ১২টার দিকে সেই আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে ওই কলোনির তিন সারির ৩৬টি ঘর পুড়ে গেছে। তবে অগ্নিকাণ্ডের কারণ আর ক্ষয়ক্ষতির পরিমাণ তাৎক্ষণিকভাবে জানাতে পারেননি ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি