ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

মির্জাপুরে পুলিশ দম্পতির উপর দুর্বৃত্তদের হামলা, স্ত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৩, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১০:৫১, ১৪ আগস্ট ২০১৮

টাঙ্গাইলের মির্জাপুর উপজেলায় বাসায় ঢুকে পুলিশ দম্পতির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এতে নিহত হয়েছেন ওই পুলিশ কর্মকর্তার স্ত্রী শিল্পী বেগম। এছাড়া গুরতর আহত হয়েছেন পুলিশ কর্মকর্তা মামুন।

সোমবার বিকালে উপজেলা সদরের বাওয়ার কুমারজানী গ্রামের পূর্বপাড়ায় এ ঘটনা ঘটে। মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম মিজানুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গতকাল সোমবার দুপুরে খাওয়ার পর এএসআই মামুন তার কক্ষে ঘুমিয়ে পড়েন। পরে বিকাল আনুমানিক সাড়ে ৪টার দিকে দুর্বৃত্তরা তার কক্ষে ঢুকে তাকে এবং তার স্ত্রীকে কুপিয়ে গুরুতর আহত করে। আশঙ্কাজনক অবস্থায় তাদের মির্জাপুর কুমুদিনী হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী শিল্পী বেগম মারা যান। মামুনের অবস্থাও আশঙ্কাজনক বলে মির্জাপুর কুমুদিনী হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন। এ ঘটনার প্রত্যক্ষদর্শী মামুনের চতুর্থ শ্রেণিতে পড়ুয়া ছেলে মোয়াজ বিন মামুনের দেওয়া তথ্যের ভিত্তিতে ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে মামুনের বাবা আবুল কাশেম ও মা অজুফা বেগমকে আটক করেছে পুলিশ।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি