ঢাকা, বুধবার   ১২ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ১৪ আগস্ট ২০১৮ | আপডেট: ১৩:৪৬, ১৪ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

নরসিংদীর শিবপুর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রেবাসের সংঘর্ষে চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন। দুর্ঘটনায় হতাহতরা সবাই মাইক্রেবাসের যাত্রী বলে জানিয়েছে পুলিশ। তবে তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার সকাল সাড়ে ৮ টার দিকে দিকে উপজেরার সোনাইমুড়ি এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শিবপুর মডেল থানার ওসি আবুল কালাম আজাদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

ওসি আবুল কালাম আজাদ বলেন, ঢাকা থেকে সিলেটগামী মিতালী পরিবহনের একটি বাসের সঙ্গে নংসিংদীর রায়পুরা থেকে চাঁদপুরগামী বরযাত্রী বহরের একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই তিন জন নিহত হন। এবং নরসিংদী জেলা হাসপাতালে নিয়ে যাওয়ার পথে আরও একজনের মৃত্যু হয়। বাকিদের হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে বলে জানান ওসি।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি