ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

মোটরসাইকেলের ধাক্কায় চুয়াডাঙ্গায় বৃদ্ধ নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৭, ১৭ আগস্ট ২০১৮

মোটরসাইকেলের ধাক্কায় চুয়াডাঙ্গা সদর উপজেলার ভালাইপুরে এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত বৃদ্ধের নাম নজির হোসেন (৬৮)। বৃহস্পতিবার দিবাগত রাতে সদর উপজেলার ভালাইপুর হঠাৎপাড়ায় এ দুর্ঘটনা ঘটে।

এ ঘটনায় এখনও কোন মামলা দায়ের হয়নি। তবে বিষয়টি দূর্ঘটনা নাকি হত্যা, তা তদন্ত করার বিষয়ে চুয়াডাঙ্গা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার হোসেন খাঁন জানান, অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত করে দেখবো।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নজির হোসেন হঠাৎপাড়ার বাসিন্দা। রাতে পাশ্ববর্তী ভালাইপুর বাজারে যাচ্ছিলেন নজির হোসেন। এ সময় চুয়াডাঙ্গা শহর থেকে ছেড়ে আসা একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।

এ অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি