ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

লক্ষ্মীপুরে সড়ক দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৮, ১৭ আগস্ট ২০১৮

লক্ষ্মীপুরের রায়পুর উপজেলায় মটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে ইব্রাহিম খলিল (২৬) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তিনি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে লক্ষ্মীপুর সরকারি কলেজে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী ছিলেন। গত সপ্তাহে তার মাস্টার্স-এর ফলাফল প্রকাশিত হয়।

শুক্রবার বেলা ১১টার দিকে উপজেলার ছয়বাড়িয়া নামক এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম উপজেলার ১নং উত্তর চরআবাবিল ইউনিয়নের আবাবিল গ্রামের মো. মুকবুল হোসেনের ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রায়পুর থেকে মোটর সাইকেলযোগে দক্ষিণ চরআবাবিল ইউনিয়নের মাঝি বাড়ি জামে মসজিদে জুম`আর নামাজ আদায় করতে যাচ্ছিলেন ইব্রাহিম খলিল। বেলা ১১টার দিকে ছয়বাড়িয়া নামক এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় পড়ে যান তিনি। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে লক্ষ্মীপুর সদর হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত ঘোষণা করেন।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি