ঢাকা, মঙ্গলবার   ০৪ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে এক পুকুরে ৩ শিশুর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১৭, ১৭ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

লক্ষ্মীপুরে পানিতে ডুবে তিন শিশুর মারা গেছে । আজ শুক্রবার দুপুরে সদর উপজেলার দালাল বাজার ইউনিয়নের মহাদেবপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

লক্ষ্মীপুর জেলা পরিষদের সদস্য মামুন বিন জাকারিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। মারা যাওয়া শিশুরা হলেন,একই গ্রামের খলিলুর রহমানের ছেলে বায়েজিদ (৭),ফিরোজ আলমের ছেলে মো. আলী (৫) ও জাহাঙ্গীরের ছেলে ইয়ামিন (৭)। আলী ও ইয়ামিন সম্পর্কে মামাতো-ফুফাতো ভাই।

স্থানীয় সূত্রে জানা গেছে, বাড়ির একটি পুকুর বালু দিয়ে ভরাট করা হচ্ছে। ওই পুকুরপাড়ের বালুর স্তূপে খেলতে গিয়ে তিন শিশু পানিতে ডুবে মারা যায়। স্বজনদের ধারণা এক শিশু পানিতে পড়ে গেলে অপর দুই শিশু তাকে উদ্ধারের চেষ্টা কালে তাদেরও পানিতে ডুবে মৃত্যু হয়।

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি