ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

মিরসরাইয়ে দেড় কোটি টাকার ইয়াবাসহ পুলিশ কর্মকর্তা আটক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৫৭, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১২:৫৯, ১৮ আগস্ট ২০১৮

চট্টগ্রামের মিরসরাই উপজেলায় অভিযান চালিয়ে ৩০ হাজার পিস ইয়াবাসহ আবুল বাশার নামে পুলিশের এক এএসআইকে আটক করেছে রেব-৭। আটক আবুল বাশার কুমিল্লার ব্রাম্মনবাড়ীয়ায় জেলার ডিবি পুলিশের সহকারী উপ পরিদর্শক (এএসআই) হিসেবে কর্মরত রয়েছেন। জব্দকৃত ইয়াবার বাজার মূল্য প্রায় দেড় কোটি টাকা।

শনিবার সকালে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের মিরসরাই উপজেলার বারইয়ারহাট এলাকা থেকে ইয়াবাসহ তাকে আটক করা হয়।

আটক এএসঅই কুমিল্লার দেবিদ্বার উপজেরার বৈশারকোর্ট এলাকার আবদুল হামিদ মাস্টারের ছেলে বলে জানা গেছে।

ফেনী র‌্যাব ক্যাম্প কোম্পানী কোমান্ডার সাফায়াত জামিল ফাহিম জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাবের একটি দল মহাসড়কের বারইয়ারহাট এলাকায় অবস্থান নেয়। এ সময় কক্সবাজার থেকে ঢাকাগামী পুলিশের স্টিকার লাগানো একটি মোটরসাইকেলকে সন্দেহজনকভাবে থামিয়ে তল্লাশি চালায় র‌্যাব। একপযার্য়ে মোটরসাইকেলে একটি বেগ থেকে ৩০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়, যার আনুমানিক মুল্য প্রায় দেড় কোটি টাকা।

একে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি