ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

কক্সবাজারে সৈকতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:১৫, ১৮ আগস্ট ২০১৮ | আপডেট: ১৪:০৭, ১৮ আগস্ট ২০১৮

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পানিতে ডুবে ইফতেখারুল আলম (২৫) নামের ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। নিহত ইফতেখারুল আলম ফেনী সদর উপজেলার দুলসর্দা এলাকার মো. ইউনুছ আলীর ছেলে বলে জানা গেছে।

শনিবার সকালে কক্সবাজার সমুদ্র সৈকতের লাবণী পয়েন্টে তিনি গোসল করতে নামলে এ ঘটনা ঘটে। কক্সবাজার ট্যুরিস্ট পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মাহমুদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এসআই মাহমুদুল আলম জানান, বন্ধুদের সঙ্গে কক্সবাজারে বেড়াতে আসেন আবিদ। শনিবার সকাল ৭টার দিকে সৈকতের লাবণী পয়েন্টে গোসল নামেন ইফতেখারুল আলম আবিদ ও তার বন্ধুরা। এক পর্যায়ে পানিতে ভেসে গিয়ে ডুবে যান আবিদ। ট্যুরিস্ট পুলিশ ও সি সেইফ লাইফগার্ড তাকে উদ্ধার করে দ্রুত কক্সবাজার সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় ৯টার দিকে তার মৃত্যু হয়।

জানা যায়, দুইদিন আগে ভ্রমণের জন্য ঢাকা থেকে ইফতেখারসহ চার বন্ধু কক্সবাজারে আসেন। তারা সাগরপাড়ের একটি আবাসিক হোটেলে ওঠেন। আজ শনিবার সকালে চার বন্ধু সাগরের গোসল করতে নামেন। গোসল করার এক পর্যায়ে তার নাকে ও কানে পানি ঢুকলে সে রক্ত বমি করে এবং অজ্ঞান হয়ে পড়ে। সহপাঠীদের বরাত দিয়ে পুলিশ জানিয়েছে, ইফতেখার এ সময় মদ্যপ অবস্থায় ছিলেন।

একে//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি