ঢাকা, সোমবার   ০৭ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত ৫

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৫, ২১ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

গোপালগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় দুই ভাইসহ ৫ জন নিহত হয়েছে। ঈদের আগের দিন আজ মঙ্গলবার এদুর্ঘটনা ঘটে। গোপালগঞ্জের মুকসুদপুরে যাত্রীবাহী লোকাল বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নিহত হয় ৩ যাত্রী।

এঘটনায় আহত হয়েছে অন্তত ৩০ জন। আহতদের স্থানীয় হাসপাতাল ও ফরিদপুর মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যদিকে ভোরে গোপালগঞ্জে ঢাকা-খুলনা মহাসড়কের গোপিনাথপুর শরীফপাড়ায় একটি প্রাইভেটকারকে পেছন থেকে বাস ধাক্কা দিলে ২ ভাই নিহত হয়।

আহত হয়েছে একজন এদিকে বেলা ১১টার দিকে খাগড়াছড়ির আলুটিলায় যাত্রীবাহী বাস উল্টে খাদে পড়লে ঘটনাস্থলে ১৫ জন আহত হয়। আহতদের হাসপাতালে নেয়া হলে একজন মারা যান।

এছাড়া রাজশাহীর পুঠিয়ায় দুই মোটরসাইকেলের মুখোমুখী সংঘর্ষে একজন নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুইজন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।   

 টিআর/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি