ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

বগুড়ায় বাস-অটোরিকশা সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৮, ২২ আগস্ট ২০১৮

বগুড়ার শাজাহানপুর উপজেলার নাঝিরাবাজার এলাকার ঢাকা-বগুড়া মহাসড়কে ঈদের দিন সকালে বাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও দুইজন। আহতদের স্থানীয় হাসপতালে ভর্তি করা হয়েছে।

আজ বুধবার সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনায় ঘটে। বগুড়া শহীদ জিয়াউর রহমার মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির এসআই আব্দুল আজিজ এদুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, শাজাহানপুর থেকে যাত্রী নিয়ে অটোরিকাশাটি শেরপুর উপজেলায় যাচ্ছিল। পথে বিপরীত দিক থেকে ঢাকা থেকে রংপুরগামী আল হামরা পরিবহনের একটি বাসের সঙ্গে অটোরিকশাটির মুখোমুখি সংঘর্ষ হয়। তিনি জানান, এতে ঘটনাস্থলেই একজনের মৃত্যু হয়।

হাসপাতালে নিয়ে যাওয়ার পর সেখানে কর্তব্যরত চিকিৎসক আরও দুইজনকে মৃত ঘোষণা করেন। তবে নিহতদের নাম-পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।আহতদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

টিআর/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি