ঢাকা, রবিবার   ০৩ নভেম্বর ২০২৪

মাগুরায় ‘বন্দুকযুদ্ধে’ দুই ডাকাত নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২৫ আগস্ট ২০১৮ | আপডেট: ১১:৪১, ২৫ আগস্ট ২০১৮

মাগুরা শহরের লাউপাড়ায় পুলিশের সঙ্গে ‌`বন্দুকযুদ্ধে` দুই ডাকাত নিহত হয়েছেন।
আজ শনিবার সকালে মাগুরার থানার অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) তারিকুল ইসলাম বিষয়টি জানান।
নিহত ডাকাতরা হলেন- সদরের ভাবনহাটি গ্রামের সিবাদুল ইসলাম সিবা (৪২), ও যশোরের বাঘারপড়া উপজেলার নরসিংহপুর এলাকার নুর নবী মোল্লার ছেলে কামাল মোল্লা (৩২)। 

এএসপি তারিকুল ইসলাম জানান, রাউতড়া গ্রামে ইটভাটায় ডাকাতির টাকা ভাগাভাগি নিয়ে দুইদল ডাকাতের মধ্যে ‌‘বন্দুকযুদ্ধে’ লিপ্ত হয়। এ সময় প্রতিপক্ষের গুলিতে সিবাদুল ও কামাল নিহত হয়। খবর পেয়ে পুলিশ সেখান থেকে দুই ডাকাতের গুলিবিদ্ধ মরদেহ উদ্ধার করে মাগুরা ২৫০ শয্যা সদর হাসাপাতালে নিয়ে আসে। ঘটনাস্থাল থেকে পুলিশ পাঁচ রাউন্ড বন্দুকের গুলির খোসা, চারটি ছেনদা ও দু`টি রড উদ্ধার করে।

সিবাদুলের নামে বিভিন্ন থানা আট ও কামালের নামে পাঁচটি ডাকাতি মামলা রয়েছে বলেও জানান পুলিশের ওই কর্মকর্তা।
এসএ/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি