ঢাকা, বৃহস্পতিবার   ১০ অক্টোবর ২০২৪

দেশের পর্যটন কেন্দ্রগুলো পর্যটকদের পদচারণায় মুখর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৫০, ২৫ আগস্ট ২০১৮

ঈদের ছুটিতে পর্যটকদের পদচারণায় মুখর দেশের পর্যটন কেন্দ্রগুলো। স্বজন-পরিজন নিয়ে অনেকে ছুটছেন সাগর-পাহাড়ের দেশে। আর পর্যটকদের জন্য সব রকমের প্রস্তুতি নিয়েছেন সংশ্লিষ্টরাও।

নগর জীবনের চিরায়ত কোলাহল ছেড়ে প্রকৃতির সান্নিধ্যে ছুটির কয়েকটি দিন কাটাতে পর্যটকরা ছুটছেন মেঘ-পাহাড় আর সাগরের কাছে।

হাত বাড়ালেই মেঘ আর দৃষ্টিসীমায় সবুজের সমারোহ- বান্দরবানের মেঘলা, নীলাচল, নীলগিরি, শৈলপ্রপাত, চিম্বুক, বগালেক, নাফাখুম, রিজুক ঝর্ণাসহ পর্যটন স্পটগুলোতে তাই উপচেপড়া ভিড়। 

রাঙামাটির ঝুলন্ত সেতু, শুভলং ঝর্ণা, রাজবন বিহারসহ আদিবাসীদের শান্ত সবুজ গ্রাম ও জনজীবন আকর্ষণ করে পর্যটকদের। নীল জলরাশি আর সবুজ প্রকৃতির নয়নাভিরাম সৌন্দর্য ভুলিয়ে দেয় ব্যস্ততার সব ক্লান্তি।

পর্যটকদের পদচারণায় মুখর সাগরকন্যা কুয়াকাটাও। একইস্থানে দাঁড়িয়ে সূর্যোদয় এবং সূর্যাস্ত দেখতে ভীড় করছেন ভ্রমণপিয়াসী মানুষ।

পর্যটকদের আগমনে খুশি ব্যবসা সংশ্লিষ্টরা। সব রকমের প্রস্তুতি নেয়া হয়েছে বলে জানান তারা।

পর্যটকদের নিরাপত্তায় স্পটগুলোতে নেয়া হয়েছে বাড়তি সর্তকতামূলক ব্যবস্থা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি