ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

চলাচল বন্ধ

ময়মনসিংহে মালবাহী ট্রেনের বগি লাইনচ্যুত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৩৮, ২৬ আগস্ট ২০১৮

ময়মনসিংহের গৌরীপুরে মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
রোববার সকাল সাড়ে ৮টার দিকে গৌরীপুর বোকাইনগর রেলস্টেশনের কাছে এ ঘটনা ঘটে।
গৌরীপুর রেলওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী টাউন সাব ইন্সপেক্টর (এটিএসআই) রেজাউল করিম জানান, সকাল ৮টার দিকে ময়মনসিংহ থেকে ভৈরবগামী মালবাহী ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়। এতে ময়মনসিংহ-ভৈরব রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।
খবর পেয়ে উদ্ধারকারী রিলিফ ট্রেন ঘটনাস্থলে উদ্দেশে রওনা হয়েছে। বগি মেরামতের কাজ শেষ হলেই ফের ট্রেন চলাচল স্বাভাবিক হবে বলে জানান রেজাউল করিম।
এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি