ঢাকা, শনিবার   ১২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

ভাঙা রাস্তা নিয়ে বাগেরহাটের জনগণ বিপাকে(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫৭, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:১৯, ২৬ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

চল্লিশ কিলোমিটার ভাঙা রাস্তা নিয়ে বিপাকে পড়েছে বাগেরহাটের চিতলমারী-পাটগাতি এলাকার জনগণ। দীর্ঘদিন সংস্কার না করায় দুর্ভোগ চরমে। ৩ মাসের মধ্যে সড়ক মেরামতের আশ্বাস দিয়েছে সড়ক বিভাগ।

জেলা শহরের সাথে চিতলমারীবাসীর যোগাযোগের একমাত্র মাধ্যম এই সড়ক।

শুধু মানুষের যাতায়াত নয়, এই ভাঙা পথেই কৃষিজ পণ্য শহরে পাঠায় কৃষকরা। দীর্ঘদিন সংস্কারহীন এই বেহাল সড়কের কারণে তাই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে সবজি আবাদের জন্য খ্যাত চিতলমারির চাষীরা।

এলাকাবাসী বলছেন, চলাচলের অনুপযোগী এই সড়কে প্রতিনিয়ত ঘটছে দুর্ঘটনা।

তবে আশার কথা জানিয়েছে সড়ক বিভাগ। বাগেরহাট- চিতলমারী-পাটগাতি সড়কের ৪০ কিলোমিটার সড়কটি নির্মানে ব্যায় ধরা হয়েছে প্রায় ১১২ কেটি টাকা। শিগগিরই  শুরু হচ্ছে সংস্কারকাজ।

দ্রুত সংস্কার করা না হলে জেলা ও রাজধানীর সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়ার আশংকা স্থানীয়দের।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি