ঢাকা, শুক্রবার   ২৪ জানুয়ারি ২০২৫

বিনোদন কেন্দ্রগুলোতে মানুষের ঢল(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৫, ২৬ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:১৮, ২৬ আগস্ট ২০১৮

ঈদের আনন্দ উপভোগ করতে বিনোদন কেন্দ্রগুলোতে নেমেছে মানুষের ঢল। পরিবার-পরিজন নিয়ে ঘুরে বেড়িয়েছে সবাই। শিশুপার্ক, লেক, নদীর পাড়সহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে রয়েছে নানা আয়োজন।

গোপালগঞ্জে ঈদের ছুটিতে নাড়ির টানে বাড়ি ফেরা মানুষগুলো ভিড় করে শেখ রাসেল শিশু পার্ক, লেকপাড়, চাপাইল ব্রিজসহ বিভিন্ন বিনোদন কেন্দ্রে। পরিবার পরিজন নিয়ে ঘুরছে বিভিন্ন বয়সের নারী, পুরুষ আর শিশুরা।

বঙ্গবন্ধু সেতুর পাশে যমুনা পাড় আর ইকো পার্কে ভিড় করে সিরাজগঞ্জ-টাঙ্গাইলসহ বিভিন্ন এলাকার ভ্রমন পিপাসু মানুষ। প্রকৃতির মুগ্ধতার পাশাপাশি, নৌকায় ঘুরে বেড়ায় অনেকে।

টাঙ্গাইল শহরের অন্যতম বিনোদন কেন্দ্র ডিসি লেক, শিশুপার্ক, এসপি পার্কসহ অন্যান্য বিনোদন কেন্দ্রেও দর্শনার্থীদের উপচেপড়া ভিড়।

নরসিংদীর ড্রিম হলিডে পার্কে জড়ো হয় সকল বয়সী মানুষ। এয়ার বাইসাইকেল, বাম্পার কার, সোয়ান বোর্ড, ওয়াটার বোর্ড, রোলার কোষ্টার, ডেমুট্রেন, সুইং চেয়ার, ¯িপডবোটসহ বাচ্চাদের প্রিয় নটিক্যাসেল, জাম্পিং হর্স, লাফার কিং, আইসপাহাড়সহ মজাদার সব রাইড উপভোগ করছে শিশু আর দর্শনার্থীরা।

আশুলিয়ার থিম পার্ক খ্যাত ফ্যান্টাসি কিংডম ও নন্দন পার্কেও হাজারো মানুষের ভিড়। ট্রেন, রোলার কোষ্টারসহ গানের তালে তালে কৃত্রিম ঢেউয়ের নীল জলে বাঁধ ভাঙ্গা উল্লাসে মেতে উঠে তরুন- তরুনীরা।

গাইবান্ধার সাঘাটায় গোল্ডেন ড্রিম সিটি পার্কে সবুজে ভরা প্রকৃতির মাঝে ঘুরে বেড়ায় দর্শনার্থীরা।

ব্রাহ্মণবাড়িয়ায় তিতাস নদীর তীরে দৃষ্টিনন্দন রিভার পার্কে প্রতীকী ডাইনোসার, ডলফিন, টাইগার রাইডিংসহ বিভিন্ন খেলাধূলা উপভোগ করে শিশুসহ বিভিন্ন বয়সের মানুষ।

চাঁদপুরে নদী তীরবর্তী এলাকায় ভীড় করে দর্শনার্থীরা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি