ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

সীতাকুণ্ডে প্রতিপক্ষের হামলায় যুবলীগ কর্মী নিহত  

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৪৫, ২৭ আগস্ট ২০১৮

চট্টগ্রামের সীতাকুণ্ডে জাতীয় শোক দিবসের অনুষ্ঠান শেষে বাড়ি ফেরার পথে প্রতিপক্ষের হামলায় রমজান আলী (৩৫) নামে এক যুবলীগ কর্মী নিহত হয়েছেন।  

সোমবার রাতে এই ঘটনা ঘটে। নিহত রমজানের বাড়ি বড় দারোগাহাটের মহালঙ্কায়, তার বাবার নাম নুরুল আবসার।

এই হামলায় আহত হয়েছেন নিহত রমজানের ভাই মোহাম্মদ সুজন। তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া তাদের সঙ্গে মোবারক নামে আরও একজন ছিলেন।

মোবারক জানান, ‘আমরা বাড়িতে ফিরছিলাম। বড় দারোগাহাটে মহাসড়কে ওজন স্কেলে মোটর সাইকেল স্লো করলে একদল সন্ত্রাসী আমাদের ওপর হামলা চালায়।’ 

চমেক পুলিশ ফাঁড়ির এসআই শিবব্রত বড়ুয়া গণমাধ্যমকে বলেন, একটি সভা শেষে মোটরসাইকেলে যাওয়ার সময় হামলার মুখে পড়েন রমজান ও সুজন। 

জানা গেছে, রমজান আওয়ামী লীগের যুব সংগঠন যুবলীগের রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলে এই হামলার ঘটনা ঘটেছে।  

কেআই/এসি 

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি