ঢাকা, শনিবার   ২৩ নভেম্বর ২০২৪

ফেনী শহরে যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:০৮, ২৮ আগস্ট ২০১৮

ফেনী শহরে পর্যাপ্ত ডাস্টবিন থাকার পরও, যত্রতত্র ফেলা হচ্ছে ময়লা-আবর্জনা। ফলে দুর্গন্ধে অনেক এলাকায় বসবাস কঠিন হয়ে পড়েছে। পাশাপাশি ড্রেন বন্ধ হয়ে সৃষ্টি হচ্ছে জলাবদ্ধতা। প্রতিকার পেতে জনসচেতনতা বাড়ানোর কথা বলেছেন পৌর কর্তৃপক্ষ।

শহরের ১৮ ওয়ার্ডে ডাস্টবিন আছে ১৮০টি। কোথাও এর ঘাটতি নেই। বলা চলে হাত বাড়ালেই পাওয়া যায় ডাস্টবিন। কিন্তু  অনেক জায়গায় এগুলোর ব্যবহার নেই। ময়লা-আবর্জনা ফেলা হচ্ছে যেখানে-সেখানে। যেন রাস্তাই ময়লার ভাগাড়। ফলে দুর্গন্ধে নাকাল হচ্ছেন ফেনীবাসী।

যত্রতত্র আবর্জনা ছুড়ে মারার কারণে, বন্ধ হয়ে যাচ্ছে পানি নিষ্কাশনের ড্রেন। তাই অল্প বৃষ্টিতেই দেখা দেয় জলাবদ্ধতা।

নির্দিষ্ট স্থানে ময়লা ফেলতে জনগণকে উদ্বুদ্ধ করতে, ক্যাম্পেইন করা হবে বলে জানিয়েছে পৌর কর্তৃপক্ষ।

জনসচেতনতা বাড়িয়ে ফেনীকে পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা সম্ভব বলে মনে করেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি