ঢাকা, রবিবার   ২২ ডিসেম্বর ২০২৪

ঢাকা-সিলেট মহাসড়কে বাস দূর্ঘটনায় নিহত ৩, আহত ২০

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:৫০, ২৯ আগস্ট ২০১৮ | আপডেট: ১৫:০৭, ২৯ আগস্ট ২০১৮

ঢাকা সিলেট মহাসড়কে এনা পরিবহণের এক যাত্রীবাহী বাসের দূর্ঘটনায় তিনজন নিহত হয়। একই দূর্ঘটনায় আহত হন ২০ যাত্রী। বিষয়টি নিশ্চিত করেন ব্রাক্ষণবাড়িয়া জেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ সহকারী পরিচালক ফারুখ আহসান ভূইয়া।

আজ বুধবার দুপুর দুইটার দিকে মহাসড়কের শাহবাজপুর এলাকায় এনা পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পরে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। নিহতদের পরিচয় এখনও জানা না গেলো নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে মনে করা হচ্ছে।

খাদে উলটে থাকা বাসার নিচে আরও যাত্রী আটকা পরেছেন বলে ধারণা স্থানীয় উদ্ধারকর্মীদের। বর্তমানে বাসটিকে সোজা করে তার নিচে আরও কেউ আটকা পরে থাকলে তাদেরকে উদ্ধারের চেষ্টা করছে স্থানীয় ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স কর্মীরা।

 

  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি