ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

নরসিংদীতে বাসচাপায় প্রাণ গেলো ২ মোটরসাইকেল আরোহীর

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৪৭, ২৯ আগস্ট ২০১৮

নরসিংদীতে সড়কে ঝড়ল দুই তাজা প্রাণ। যাত্রীবাহী বাসচাপায় প্রাণ গেল দুই মোটর সাইকেল আরোহীর। জেলার শিবপুরের আমতলায় ঢাকা-সিলেট মহাসড়কে আজ বুধবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- গাজীপুরের কাপাসিয়া উপজেলার খিড়াটি গ্রামের আলাউদ্দিনের ছেলে মেহেদী হাসান (২৫) ও কফিলউদ্দিনের ছেলে রোমান (২৪)।

স্থানীয় প্রত্যক্ষর্শীরা জানান, এনা পরিবহনের একটি যাত্রীবাহী বাস ঢাকা থেকে সিলেট যাচ্ছিল। গাড়িটি ঢাকা-সিলেট মহাসড়কের নরসিংদীর শিবপুর উপজেলার আমতলা নামক স্থানে পৌঁছালে অপর একটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেলকে চাপা দেয়।

এতে ঘটনাস্থলেই মোটরসাইকেলচালক নিহত হন। আহতাবস্থায় অপর আরোহীকে হাসপাতালে নেওয়ার পথে মৃত্যু হয়।

ঘটনার পর পরই উত্তেজিত জনতা সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করে বাস ভাঙচুরের চেষ্টা চালান। পরে সৃষ্টিগড় থেকে এনা পরিবহনের বাসটি আটক করে হাইওয়ে পুলিশ।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে ইটাখোলা হাইওয়ে ফাঁড়ির ওসি মো. হাফিজুর রহমান গণমাধ্যমকে বলেন, এনা পরিবহনের যাত্রীবাহী বাসটি আরেকটি গাড়িকে ওভারটেক করার সময় বিপরীত দিক থেকে আসা মোটরসাইকেলের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এ সময় মোটরসাইকেলটি বাসের নিচে চলে যায়। এত দুজনের মৃত্যু হয়।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি