ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

পাবনায় আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সুবর্ণা নদী খুন(ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৩, ২৯ আগস্ট ২০১৮

Ekushey Television Ltd.

পারিবারিক দ্বন্দ্বের কারণে পাবনায় আনন্দ টেলিভিশনের প্রতিনিধি সুবর্ণা নদী খুন হয়ে থাকতে পারেন বলে ধারণা করছে পুলিশ। তবে, হত্যার কারণ জানতে তদন্ত চলছে বলে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে। এদিকে, খুনীদের ৪৮ ঘন্টার মধ্যে গ্রেফতারের দাবি জানিয়ে মানববন্ধন করেছেন সাংবাদিকরা।

মঙ্গলবার রাতে আনন্দ টিভি’র পাবনা প্রতিনিধি সুবর্ণা নদীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।

স্বজনেরা জানায়, শহরের রাধানগরে সুবর্ণার বাসায় কলিংবেল চাপে অজ্ঞাত কয়েক ব্যক্তি। দরজা খোলার সাথে সাথে সুবর্ণাকে এলোপাথারী কুপিয়ে পালিয়ে যায় তারা। পরে তাকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নেয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। সুবর্ণা আনন্দ টিভির পাশাপাশি দৈনিক জাগ্রত বাংলা পত্রিকায় কাজ করতেন।

পাবনার অতিরিক্ত পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস জানান, পারিবারিক বিরোধের জেরে এ’ হত্যাকাণ্ড ঘটতে পারে।

এদিকে, হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে মানববন্ধন করেছেন গণমাধ্যম কর্মীরা। জড়িতদের গ্রেফতারে ৪৮ ঘন্টার আল্টিমেটাম দিয়েছেন তারা।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি