ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

রাজবাড়ী গোদার বাজারঘাটে তীব্র ভাঙন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৩৯, ১ সেপ্টেম্বর ২০১৮

পদ্মার স্রোতে রাজবাড়ী গোদার বাজারঘাটে তীব্র ভাঙন দেখা দিয়েছে। এরই মধ্যে বিলীন হয়ে গেছে শহররক্ষা বাঁধের কিছু অংশ। দ্রুত ধস না ঠেকালে, যেকোনো সময় ঘটতে পারে বড় ধরনের বিপর্যয়।

রাজবাড়ী শহরের গোদারবাজার পদ্মার পাড় ভ্রমণ পিপাসুদের একটি পছন্দের স্থান। কিন্তু তীব্র স্রোতে স্লোভার ও ডাম্পিং ব্লকসহ বাঁধের প্রায় ৫০ মিটার ধসে যাওয়ায়, আতঙ্কিত হয়ে পড়েছেন আশপাশের বাসিন্দারা।

ঝুঁকিতে পড়েছে বসতবাড়িসহ অনেক স্থাপনা। ভাঙন চলতে থাকলে, সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে যাবে বলে আশঙ্কা স্থানীয়দের।

অপরিকল্পিত ড্রেজিংয়ের কারণে এই অবস্থার সৃষ্টি হয়েছে বলে মনে করেন অনেকে।

তবে, কর্তৃপক্ষ বলছে- পানি বৃদ্ধি ও ঘূর্ণির কারণে ভাঙন বেড়েছে। বাঁধ রক্ষায় ফেলা হবে জিও ব্যাগ।

রাজবাড়ী শহর রক্ষায়, দ্রুত বাঁধের ধস ঠেকানোর দাবি জানিয়েছেন স্থানীয়রা।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি