ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ট্রেনের ধাক্কায় মিরসরাইয়ে বাসের ২ যাত্রী নিহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৩৯, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ০৯:৪২, ২ সেপ্টেম্বর ২০১৮

চট্টগ্রামের মিরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বাসের দুই যাত্রী নিহত ও কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। রবিবার ভোর ৪টার দিকে মিরসরাই উপজেলার বারইয়ারহাট রেল ক্রসিং এলাকায় এ ঘটনা ঘটে।

মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার এসআই মোক্তার হোসেন জানান, ভোর ৪টার দিকে ময়মনসিংহ থেকে বিজয় এক্সপ্রেস ট্রেনটি চট্টগ্রাম যাচ্ছিল। বারইয়ারহাট রেল ক্রসিং অতিক্রম করার সময় এস আলম পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয়। এতে বাসের দুই যাত্রী নিহত ও ২০ জন আহত হন।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি