ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

রংপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষ: প্রাণ গেল ৫ জনের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:৪৪, ২ সেপ্টেম্বর ২০১৮ | আপডেট: ১৬:০২, ২ সেপ্টেম্বর ২০১৮

রংপুরে দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে ৫ জন নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টার দিকে সিও বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে দুই বাসের প্রায় ৫০ যাত্রী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, বগুড়া থেকে ছেড়ে আসা পঞ্চগড়গামী বিআরটিসি বাসটি দুপুর ১২ টার দিকে সিও বাজার এলাকায় পৌঁছালে বিপরীতমুখী ঠাঁকুরগাও থেকে ছেড়ে আসা রংপুরগামী অপর একটি লোকাল বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই ৫ জন নিহত হন। নিহতদের মধ্যে দু’জন নারী, দুই শিশু ও একজন পুরুষ বলে জানা গেছে।

একইসঙ্গে দুই বাসের অন্তত ৫০ যাত্রী আহত হন। তাদের উদ্ধারে দমকল বাহিনী ও পুলিশের অভিযান চলছে। স্থানীয়রাও তাদের সহায়তা করছেন।

নিহত ৫ জনের মধ্যে ৪ জনের পরিচয় জানা গেছে। তারা হলেন- রোকসানা (১৮), বাড়ি গাইবান্ধার সুন্দরগঞ্জে। আজমুন (৪৫ ) বাড়ি গাইবান্ধা। আর শিশু শাহীন (৮) বাড়ি পঞ্চগড়ে।

রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সার্কেল এ) সাইফুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, উদ্ধার অভিযান চলছে।

/ এআর /


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি